নবীগঞ্জের পলাতক আসামিকে কুমিল্লায় গ্রেফতার করলো র্যাব
নবীগঞ্জ:
নবীগঞ্জ থানায় হত্যা মামলার পলাতক আসামী শিপন মিয়াকে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শিপন মিয়া (৩০) নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে
গ্রেফতারকৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।