মুক্তাগাছা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ‘২৪ অনুষ্ঠিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ‘২৪ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আতিকুল ইসলাম । বিভিন্ন দপ্তরের কর্মকতা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি,জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠেয় উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ‘২৪ উৎসবমুখর ও নিরাপদে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা বজায়,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,পূজারী ভক্তবৃন্দ,পৌর ও ইউপি চেয়ারম্যানবৃন্দ,উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকতা ও সদস্যবৃন্দসহ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের সমন্বিত উদ্যোগে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সম্পন্নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন,মোবাইল/ইন্টারনেট/হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ,নিরাপদ বিদ্যুৎসহ বিকল্প সংযোগ স্থাপন,বখাটেদের উৎপাত বা কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারী ব্যক্তি/গোষ্ঠী কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ,স্থানীয় ইফা’র মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ ও আজানের সময়সূচিসহ সার্বিক ব্যবস্থাপনার উপর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও করণীয়,যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভলান্টিয়ার টিমের সমন্বিত উদ্যোগ,মাদক পাচার-বিপনণ ও সেবনে আইনি ব্যবস্থা গ্রহণ,নাগরিক সেবায় ইউপি সেবা নিশ্চিতকরণ ও বিভিন্ন সরকারি দপ্তরের হালনাগাদ কার্যক্রমের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় । উক্ত আলোচনা সভায় প্রাণিসম্পদ,স্বাস্থ্য,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,নবাগত অফিসার ইনচার্জ,মুক্তাগাছা থানা,জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন । আলোচনা শেষে সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মুক্তাগাছা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয়
সর্বশেষ সংবাদ