মুক্তাগাছা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ‘২৪ অনুষ্ঠিত
গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ‘২৪ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আতিকুল ইসলাম । বিভিন্ন দপ্তরের কর্মকতা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি,জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠেয় উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ‘২৪ উৎসবমুখর ও নিরাপদে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা বজায়,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,পূজারী ভক্তবৃন্দ,পৌর ও ইউপি চেয়ারম্যানবৃন্দ,উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকতা ও সদস্যবৃন্দসহ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের সমন্বিত উদ্যোগে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সম্পন্নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।