“কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জুলাই বিপ্লবে সকল নিবেদিত প্রাণের স্বরণে সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।
গাউসিয়া কমিটি বাংলাদেশের, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর(সোমবার) ২০২৪ বিকেল ২টা থেকে প্রশাসনিক ভবনের হল কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু থাকবে “রহমাতুল্লিল আলামিন সেমিনার, জুলাই বিপ্লবে শহিদদের স্বরণে দোয়া মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যা”। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মনোনীত প্রভাষকবৃন্দ। এ আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.) এর পবিত্রতা ও ইসলামী সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ ২০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ১০০০ টাকা। এছাড়াও, ২০ জন বিজয়ী ৫০০ টাকার সমমূল্যের বই পুরস্কার হিসেবে পাবেন। উল্লেখ্য, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।