শান্তিগঞ্জে জমিয়তের প্রচার মিছিল

শান্তিগঞ্জ:
বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে বৃহস্পতিবার (আজ) সুনামগঞ্জ শহরে জেলা জমিয়তের গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণ সমাবেশকে সফল করতে এবং কর্মী-সাধারণকে উপস্থিত রাখতে প্রচার মিছিল করেছেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নেতাকর্মীরা। বুধবার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই প্রচার মিছিল করেন তারা। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত প্রচার সভাও করেছেন জমিয়ত নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. মুশতাক আহমদ। উপজেলা জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাও. জাকারিয়া মাহবুব ও ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. আবদুল হাই, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. আতিকুল হক, সাংগঠনিক সম্পাদক মাও. জাহাঙ্গীর খাঁন, অফিস সম্পাদক মুফতি মুনাজির আহমদ, মক্কা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. রেজওয়ান আহমদ, যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামীম আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাও. আবু সাঈদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ শায়খুল ইসলাম, সহ-সভাপতি মাও. আফসর উদ্দিন ও প্রচার সম্পাদক সালিক বিন রফিক।
এসময় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শান্তিগঞ্জে জমিয়তের প্রচার মিছিল
সর্বশেষ সংবাদ