বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে দরগাপাশায় সভা

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষে অভিভাবক, এলাকার মুরব্বিবৃন্দ ও শিক্ষানুরাগীদের সাথে আলোচনা ও পরামর্শ সভা করেছে আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠানটির সভাকক্ষে এই সভা করেন তারা।
সভায় সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। স্থানীয় সমাজকর্মী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন- ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সাফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এল জি জামান চৌধুরী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খাঁন সাগর, আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবাব মিয়া, সমাজকর্মী হাফিজ আবু খালেদ, মুরাদ চৌধুরী, আল হেরা একাডেমির প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন, রওজাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামি মাও. আজির উদ্দিন,  ইউপি সদস্য মাসিক আলী, সমাজকর্মী জামিল আহমদ, নাজমুল চৌধুরী, সাবেক ইউপি সদস্য এজাজ চৌধুরী সারন ও অভিভাবক সদস্য তানভির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- শিহাব চৌধুরী, সজ্জাদুর রহমান, মোস্তাকিম চৌধুরী, সিতু মিয়া, জুলুস চৌধুরী, সেলাল আহমদ, জালাল আহমদ, জুয়েল আহমদ, জিয়া চৌধুরী, মনফর উল্লাহ, আরব আলী, আবদুস সত্তার, মিছবাহ্ মিয়া, আতাউর রহমান, জুয়েল চৌধুরী, ফটিক মিয়া ও ইউনুছ খান প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে দরগাপাশায় সভা