কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে কালীগঞ্জ বাসষ্ট্যান্ডে গণসমাবেশে উপজেলা সভাপতি মুফতি ইজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা সভাপতি মাওলানা আবু হানিফ ফয়েজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক মাজিদুল।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা জাতীয় শিক্ষক ফোমামের সহ-সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি কারী মো. শামীম উসমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি ছদর মাওলানা ইসমাইল হোসেন মির্জা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পুবাইল সভাপতি কে এম বজলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মুফতি উবায়দুল্লাহ্ আরেফী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি শেখ হোসাইন আহমদ ইমন প্রমূখ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় দুই হাজার জনতা উপস্থিত ছিলেন।