ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস বসতঘরে, নিহত এক ব্যবসায়ী
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে একই রুটে যাওয়া দুটি বাসের প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বসতঘরের ওপর পড়ে যায়। এতে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম। নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহরি দোকানদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহী দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের ওপর পড়ে যায়। এতে করে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হয়েছে।
ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, ‘আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে মনে হলো ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে উদ্ধার করে। আমার সন্তানরা দূরে থাকায় রক্ষা পেয়েছে। এ দিকে পাশের ঘরে থাকা আমার শাশুড়িও আহত হয়েছেন।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনার খবরে পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছেন।