টাকা ছাড়া কোন কাজ করেনা সিরাজুল মহুরী এই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানায়

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর স্কুলের ম্যানেজিং কমিটির তদানিন্তন সভাপতি  সিরাজুল ইসলাম মহুরী এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান,আমার বিরুদ্ধে টাকা ছাড়া কোন কাজ করেনা সিরাজুল মহুরী এই শিরোনাম যে একটি খবর গত সোমবার বেশ কিছু অনলাইন পোটালে ও দৈনিক আঞ্চলিক স্থানীয় পত্রিকায় এবং ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক  পত্রিকা এই শিরোনামে যে খবর টি প্রকাশিত হয়েছে সেই সব খবরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি সিরাজুল ইসলাম মহুরী।
একটি মহল আমার মান ক্ষুন্ন করার জন্য সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশিত করে নিয়েছে সেই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । পোরশার নিশকিনপুর উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরি পদে চাকরির জন্য আমাকে ৯,৭০,০০(নয় লক্ষ সত্তর হাজার  টাকা ঘুষ দিয়েও চাকরি না পেয়ে ঘুষের টাকা ফেরৎ পেতে দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী আঃ বছেদ ও তার ছেলে রাশিদুল তা সম্পূর্ণ মিথ্যা এটা বানোয়াট ও ভিত্তিহিন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ