মমিনপুরে একটি ব্রিজের রাস্তা ধসে গেছে

ক্রাইম রিপোর্টারঃ

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জানপুর এলাকায় একটি ব্রিজের রাস্তা ধসে গেছে। এতে করে বিপাকে পড়েছে পথচারীরা। দ্রুত সংস্কারের দাবি জানান তারা।

জানা গেছে, প্রায় এক বছর আগে জানপুর এলাকার সুধিরবাবুর হাটখোলায় নতুন ব্রিজটি নির্মাণ করা হয়। সংযোগ সড়কটির গাইড ওয়াল ও দেয়া হয়। ওই এলাকার কয়েকজন ব্যক্তি গাইড ওয়ালের ইট খুলে নিয়ে যাওয়ার কারণে গাইড ওয়ালটি ধসে গিয়ে চলাচলের রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে অটো রিক্সা ভ্যানসহ ভাড়ী যান বহন চলাচল করতে পারছে না। ফলে দুর্ভোগে পড়েছে স্থাণীয় জনগণ। এ ব্যাপারে কথা হলে ওই এলাকার ইউপি সদস্য আহসান হাবিব দুলাল জানান, নতুন ব্রিজের গাইড ওয়ালের পাশে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়েছিল। গত কয়েকদিন থেকে গাইড ওয়ালের ইট চুরি হওয়ার কারণে ব্রিজের উপর দিয়ে চলাচলের রাস্তাটি ধসে গেছে। উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান জানান, আমরা কালই দেখতে যাব। দেখার পর সংস্কারের জন্য পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মমিনপুরে একটি ব্রিজের রাস্তা ধসে গেছে
সর্বশেষ সংবাদ