বরিশালে মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু
বরিশাল প্রতিনিধি:
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার ফলে ডেঙ্গুর বিস্তার রোধে কাজ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল সরকারি হাতেম আলী কলেজ শাখার উদ্যোগে মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
২৪/৯/২০২৪ ইং মঙ্গলবার বরিশাল সরকারি হাতেম আলী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্ভোধন করেন অধ্যক্ষ হারুন অর রশীদ হাওলাদার, অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপাধাক্ষ্য প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান। হাতেম আলী কলেজ শাখা রেডক্রিসেন্ট সোসাইটির আহবায়ক মোঃ আনসার আলী, সদস্য মোঃ মাহবুব হোসেন, মোঃ ইব্রাহিম, এবং ইউনিট লিডার দীপ্র ও কলেজের অন্যান্য সাধারন শিক্ষার্থীরা ।