কাপাসিয়া বিল থেকে নারীর লাশ উদ্ধার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া বিল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম আয়েশা আক্তার (৩০) তিনি উপজেলার কির্তুনিয়া গ্রামের মৃত. শামসুদ্দিনের মেয়ে।
সূত্রে জানা যায়,(২৪ আগষ্ট) মঙ্গলবার বিকেলে কাপাসিয়া-মনোহরদী সড়কের মাধুলী বিলে নিহত আয়েশা আক্তারের মরদেহটি পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। থানার পুলিশ উপপরিদর্শক মোতাহার হোসেন এ তথ্য জানান।
এ বিষয়ে নিহতের ভাই মোছলেম উদ্দিন বলেন, আমরা পাঁচ ভাই এক বোন। বোনটা আমার বড়। বোনের বিয়ে হয়েছিলো। স্বামীর বাড়ীতে সংসার করতে পারেনি। বর্তমানে আমাদের বাড়ীতে থাকতো। শনিবারে হঠাৎ তাকে খোঁজে পাওয়া যায়নি। আজ দুপুরে ফেইসবুকে জানতে পারি, এক নারীর লাশ পানিতে পড়ে আছে। গিয়ে দেখি আমার বোন। ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বোনটা কিভাবে মারা গেছে জানিনা।
মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।