ভোলায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোলা জেলা প্রতিনিধি:
বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা ব্যাবস্থা জাতিয়করণ, ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ভোলায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
মঙ্গলবার সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার শিক্ষকরা সু-শৃংখল ভাবে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা ব্যাবস্থা জাতিয়করণ, ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন ।
এই সময়ে শিক্ষকগন জেলা প্রসাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন কাজী মহিব্বুল্লাহ আজাদ, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি কামারুজ্জামানের অন্যতম শিক্ষক নেতা জনাব ইউনুছ শরিফ, প্রভাষক আতাউর রহমান কামাল,
রাড়ির হাট দাখিল মাদ্রাসার সুপার আবদুল খালেক, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: ফারজানা শিরিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সেক্রেটারি রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আবু তাহের সিনিয়র সহ সভাপতি, (কামারুজ্জামান) বক্তব্য রাখেন হাসান মিজানুর রহমান মিঠু সাংগঠনিক সম্পাদ শিক্ষক সমিতি (কামারুজ্জামান) এবং অন্যান্য শিক্ষক নেতাগণ। এর পর জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক নেতা গণ। একই দিনে বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন।