চট্টগ্রামে বাসায় লু‌কিয়ে রাখা ১২ রামদা উদ্ধার কর‌ল যৌথ বা‌হিনী

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার আকমল আলী সড়কে যৌথ বাহিনীর অভিযানে ১২টি রামদা ও হাঁশুয়া উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই এলাকার খাসা মিয়া মোড় সংলগ্ন আলম মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে পুলিশ ও সেনাসদস্যরা আলম মঞ্জিল নামক ভবনের নিচতলার একটি ভাড়া কক্ষে তল্লাশি চালান। সেই ঘর থেকে কিছু অস্ত্র উদ্ধার করার পর তা দুটি পাটের বস্তায় করে নিয়ে যাওয়া হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এক ছেলে তার বন্ধুর বাসায় অস্ত্রগুলো রেখেছিল। তবে সেই ছেলেকে অভিযানকালে পাওয়া যায়নি। তাই বন্ধুর বাবাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়।

ওই ভবনের মালিক মো. শাহাদাত বলেন, ‘আমার ভবনের নিচতলার এক ভাড়াটিয়ার বাসা থেকে ১০-১২টি রামদা উদ্ধার করা হয়েছে। এক ছেলে এক মেয়েসহ তারা চারজনের পরিবার ওই ঘরে থাকে ২-৩ বছর ধরে। ছেলেকে না পেয়ে গতকাল ছেলের বাবাকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই ছেলের মায়ের একটি ফার্মেসি আছে এবং বাবা নৌবাহিনীর সিভিল বিভাগে কাজ করে। তবে কীভাবে অস্ত্রগুলো এলো তা আমার জানা নেই। আমার অনেকগুলো বিল্ডিং। যার কারণে সেভাবে খেয়াল রাখতে পারিনি। আর যারা থাকে তাদের নামও জানি না।’

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অস্ত্র উদ্ধার * উদ্ধার * চট্টগ্রাম * যৌথ বাহিনী
সর্বশেষ সংবাদ