চট্টগ্রামের নতুন ব্রিজে ট্রাক উল্টে নিহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় ইটবাহী ট্রাক উল্টে চারজন নিহতের খবর পাওয়া গেছে।  সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ সেতুর উত্তর প্রান্তে গোলচত্বর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো অনেকে হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, ‘চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে। গাড়িটির নিয়ন্ত্রণ না থাকায় দোকানের আগে মোটরসাইকেলসহ আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছে। এখন পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধারের খবর শুনেছি। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চট্টগ্রামের নতুন ব্রিজে ট্রাক উল্টে নিহত ৪
সর্বশেষ সংবাদ