সিংগাইরে বালুবহী বলগেটসের ধাক্কায় ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তির তিন দিন পর লাশ উদ্ধার
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভাষা শহীদ রফিক সেতুর দক্ষিণ পাশে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের আকিজ কোম্পানির মাদ্রাসার কাছাকাছি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, ফরিদ হোসেন তার পিতার সাথে শুক্রবার রাতে ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। ওই নৌকায় বাবা – ছেলে ঘুমন্ত থাকা অবস্থায় রাত ৯টার দিকে বালু বাহী একটি বল গেটস তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় বাবা মজিবুর রহমান সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ থেকে যায় ছেলে ফরিদ। এরপর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের লোকজনের অনেক খোঁজা খুঁজির পরও তার সন্ধান মেলেনি। অবশেষে সোমবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় সিংগাইর থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধারের পর কোন অভিযোগ না থাকায় এবং এলাকাবাসী ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।