ব্রাহ্মণপাড়ায় বিষপানে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু
ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পান করে বিলকিস আক্তার প্রকাশ নাসিমা নামের এক মানসিক প্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছেন।
সোমবার ( ২৩ সেপ্টেম্বর ) ভোর শোয়া ৬ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। নিহত বিলকিস আক্তার প্রকাশ নাসিমা ( ৪১ ) উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই ৭ নং ওয়ার্ড এলাকার সেকান্দর মাস্টার বাড়ির মৃত আবদুল ওয়াসেকের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক ) হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে পরদিন ভোরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক ) হাসপাতালে পাঠালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে নিহতের বোন রুমি আক্তার বলেন, রোববার দুপুরে আমার বোন সকলের সঙ্গে একসাথে দুপুরের খাবার খেয়ে ঘরে বসেছিল। কিছুক্ষণ পর তিনি মাকে বলে ঘরের বাইরে যান। একটু পর মা তাকে পুকুর পাড়ের দিকে যেতে দেখে পেছন থেকে ডাক দেন। মা তার কাছে যেতেই বিষের গন্ধ পান। পরে আমরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাই। সেখানে এক রাত চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নিতে বলে। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) আবুল হাচানাত বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।