কবিতা, বিদ্যালয়ের দিনগুলো
ফরহাদ হোসেন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণবিদ্যালয়ের দিনগুলো
সুলতানা রাজিয়া
বাংলা পড়া ভারি মজা
আছে অনেক ছড়া,
কবিতা ও গল্পে
বাংলা বইটা ভরা।
ইংরেজিটা শিখে নিয়ে
সাহেব বাবু সেজে
হঠাৎ করে শব্দগুলো
মনের মাঝে বাজে।
গণিত বইয়ে আরো মজা
বুঝলে পরে লাগে সোজা,
যোগ বিয়োগ আর গুন ভাগে
করি সমাধান
দিনের শেষে স্কুলেতে
করি নাচ গান।
বাংলাদেশ ও বিশ্ব চিনি
গণিত ক্লাসের পর
এমনি করেই আনন্দেতে
কেটে যায় প্রহর।