কবিতা,ভালো মানুষ হও
ফরহাদ হোসেন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ণভালো মানুষ হও
সুলতানা রাজিয়া
ভোর বেলাতে বিছানা ছাড়ো,
খোকা খুকুর দল,
সকাল বেলা পড়তে বস,
বিকেলে খেলো বল।
সময় মত স্কুলেতে
যেতে হবে ভাই,
ইউনিফর্ম টা গায়ে দিয়ে
স্কুল যাওয়া চাই।
পরিচ্ছন্ন পরিপাটি
দেখতে লাগে ভালো,
স্কুলেতে অনেজ মজা,
শিক্ষাই দেয় আলো।
পড়ালেখা শিখে শিশু
বড় মানুষ হবে,
না পড়লে ভালো মানুষ
কে হয়েছে কবে?