কবিতা বন্ধু

বন্ধু
 সুলতানা রাজিয়া
বন্ধু তুমি বন্ধু আমি
পড়ার সাথী আমার,
স্কুলেতে না গেলে
কোথায় পেতাম আর?
দিন শেষে পড়া হলে
মাঠে খেলি দুজন
তুমি আমার বন্ধু আবার
তুমিই আমার সুজন।
রাতটা শুধু বাসায় কাটে
সকাল হলেই স্কুল,
তোমার পাশে জায়গা রেখো
দেব তোমায় ফুল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কবিতা * বন্ধু * সুলতানা রাজিয়া
সর্বশেষ সংবাদ