অনিয়ম ও দূর্নীতি রুখতে খেলার মাঠ দেয়ার প্রস্তাব: পাগলপীর স্কুল গভানিং বডি

রংপুর সদর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজের সাবেক সভাপতি ডা: মো: একলাছ উদ্দিন এবং অধ্যক্ষ্য মো: জয়নাল আবেদীন এর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রত্যাহারে খেলার মাঠ দেয়ার প্রস্তাব স্কুল গভানিং বডি ও স্কুল ম্যনেজিং কমিটির।
বৈষম্য বিরোধী আন্দলনের মধ্য দিয়ে দুর্নীতিবাজ সরকার পতনের পর রংপুর সদর উপজেলার পাগলাপীরের ছাত্র জনতার আন্দলোনে পাগলাপীর স্কুল ও কলেজের অনিয়ম ও দূর্নীতি তথ্য উঠে আসে। অভিযোগ উঠে সাবেক স্কুল গভানিং বডির সভাপতি ডা: মো: একলাছ উদ্দিন ও অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন এর বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার পক্ষ থেকে সরকারী সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগের কপি প্রেরেণ করেন। তাই সকল দপ্তরের অভিযোগ তুলে নেয়ার শর্তে ৩ মাসের মধ্যে স্কুলের মাঠ দেয়ার প্রস্তাব দিয়েছে স্কুল গভানিং বডি ও স্কুল ম্যানেজিং কমিটি। এতে আন্দোলনকারীর অন্যতম মো: আলমগীর হোসেন জানায় আমাদের মুল উদ্দেশ্য মাঠ নয় অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠ তদন্ত চাই।
আমরা সুধী সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, সরকারী সকল দপ্তরে স্কুলের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ কপি জমা দিয়েছি। তদন্তপূর্বক বিষয়টি জেলা প্রশাসন যে ব্যবস্থা নিবে তা যদি সঠিক হয় তা আমরা মেনে নিব নয়ত এ আন্দোলনের চুড়ায় পোছাতে যা করণিয় তাই করব। বিষয়টি নিয়ে গভানিং বডির সদস্য মো: আকবার হেসেন মেম্বারের সাথে কথা হলে তিনি জানান অনিয়ম ও দূর্নীতি যারা করেছে তাদের সুষ্ট বিচার হউক আমিও চাই তবে স্কুল গভানিং সভাপতি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাইম হাসান খান মহোদয়ের সাথে কথা হয়েছে তিনি তার উর্ধতন কর্মকর্তার সাথে স্কুলের অনিয়ম ও দূর্নীতির বিষয়টি নিয়ে আলোচনা করে তার সিদ্ধান্ত জানাতে চেয়েছে।
সাবেক শিক্ষার্থী সিহাব হোসেন শুভ জানায় আন্দোলন করার পর তারা মাঠ দিতে চাচ্ছে যা আমাদের ১২ দফা দাবির একটি। আর অনিয়ম ও দূর্নীতির হিসেব আদায় না করা পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। অভিযোগের প্রায় মাস পেড়িয়ে যাচ্ছে প্রাশাসনিক দিক থেকে দৃশ্যমান কোন সুরহা পায়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কবে অনিয়ম ও দূর্নীতির সুষ্ঠ তদন্ত হবে তা নিয়ে সু নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পাগলপীর স্কুল গভানিং বডি * মো: তোফায়েল আহমেদ * রংপুর সদর
সর্বশেষ সংবাদ