বরিশাল রেঞ্জের আনসারের নতুন পরিচালক মো: আসাদুজ্জামান গনি

বরিশাল  প্রতিনিধি:
আনসার  বাহিনীর বরিশাল রেঞ্জের নতুন  পরিচালক  হিসাবে নিয়োগ পেলেন দিনাজপুরের হিলির  ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আসাদুজ্জামান গনি। মহামান্য রাষ্টপতির আদেশ বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ( আনসার ১ )  শাখার  উপসচিব  জেএম আল – আমিনের স্বাক্ষর  করা প্রজ্ঞাপনে বিষয়ট জানানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আনসার * আনসার বাহিনী * বরিশাল * মো: আসাদুজ্জামান গনি
সর্বশেষ সংবাদ