আগামীকাল থেকে ঢাকায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন হাফ ভাড়া চালু
জবি প্রতিনিধি:
ঢাকা মহানগরীতে চলাচলকারী বাসে ছাত্রদের জন্য সপ্তাহে ৭ দিন হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল, ২৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানা গেছে।
সোমবার,২৩ সেপ্টেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২১ আগস্ট ২০২৪ তারিখে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ২০২১ সালে বিআরটিএ কর্তৃক সপ্তাহে ৫ দিন হাফ ভাড়া কার্যকর থাকার প্রজ্ঞাপনটির পরিবর্তন করে সপ্তাহে ৭ দিন হাফ ভাড়া চালু করার দাবি জানান। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সমিতির নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
নির্ধারিত সময় অনুযায়ী, ছাত্রদের জন্য সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসে হাফ ভাড়া কার্যকর থাকবে। তবে, এই সুবিধা পেতে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধান করতে হবে অথবা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। উল্লেখ্য, এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মহানগরীর মধ্যে প্রযোজ্য হবে।