জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে ৩ পরিবারকে চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানে আহত তিনটি পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থীক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন আহত তিন পরিবারের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুদান তুলে দেন সামাজ কল্যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ । এতে প্রতিটি পরিবারকে এক লাক্ষ টাকার চেক দেওয়া হয়। এই অনুদান অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থীক সহায়তার জন্য দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
সামাজ কল্যান উপদেষ্টা  শারমীন এস মুরশিদ বলেন,  আগামী কাল থেকে সারাদেশে এই অনুদান প্রদান কার্যক্রম শুরু করা হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। আমরা সবাইকে পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি। শুধু একবার দিয়ে যে আপনাদের খবর রাখবো না এমনটাও না। এটা আপনাদের পরিবারের জন্য। যাতে করে আপনাদের যে ক্ষতিটা হয়েছে সেখানে কিছুটা পরিমাণ ক্ষতিপূরণ হয়। আমরা সব সময় আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে ৩ পরিবারকে চেক হস্তান্তর
সর্বশেষ সংবাদ