নিখোঁজের ৩ দিন পর ফসলি জমির ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
চাটখিল প্রতিনিধি:
চাটখিলে নিখোঁজের ৩ দিন পর ফসলি জমির ডোবা থেকে মহিন উদ্দিন নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ফসলি জমির ডোবা থেকে ২২ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১ টায় চাটখিল থানা পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার কিছু উশৃংখল মানুষ মহিন উদ্দিনকে অস্পষ্ট কোন বিষয় নিয়ে মারদোর করেন। এর পর থেকে নিহত মহিন উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনরা খোঁজাখুজি করেও কোথায় ও তার সন্ধান পাননি। জনৈক ব্যাক্তি নৌকাযোগে গবাদিপশুুর জন্য ঘাস কাটতে ফসলি জমির ডোবা লাশ দেখতে পেয়ে, পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। স্বজনদের দাবী ঐ দিনই তাকে হত্যা করে লুকিয়ে রাখে উশৃংখল মানুষ।
বিষয়টি নিশ্চিত করে, ঘটনাস্থল থেকে মহিন উদ্দিন এর লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে মহিন উদ্দিন এর মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম নিশ্চিত করেন।
মহিন উদ্দিন লক্ষীপুর সদর উপজেলা দত্তপাড়া গ্রামের হলেও স্ত্রী ও দুই সন্তান কে নিয়ে শশুর বাড়ি চাটখিল উপজেলার গোবিন্দ পুর গ্রামের জমদ্দার বাড়িতে বসবাসের করতেন বলে স্থানীয়রা জানান।