চট্টগ্রামে সহকারী শিক্ষকদের মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। তাঁরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পান। তাঁদের দেওয়া ১২তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর আইস ফ্যাক্টরি সড়কে অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে ‘জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা করছি। স্নাতক পাস সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। যার মধ্যে মূলবেতন ১১ হাজার টাকা, বাসাভাড়া ৪ হাজার ৯৫০ টাকা, চিকিৎসা ভাতা ১৫শ টাকা, টিফিন ভাতা ২শ টাকাসহ মোট ১৭ হাজার ৬৫০ টাকা। এই বেতনে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনঃকষ্টে ক্লাসে পাঠদানসহ জীবিকা নির্বাহ করতে হয়।

বক্তব্যে মো. জাহেদ খান নামে এক সহকারী শিক্ষক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। আজ প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ সহকারী শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। যেখানে একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য বহু পদের কর্মকর্তারা সম যোগ্যতায় চাকরি পেয়েও ১০ম গ্রেড ভোগ করছে। কিন্তু আমরা যারা সহকারী শিক্ষক প্রাথমিকের তারা ১৩ গ্রেডে নিয়োগ পাই। আমরা সহকারী শিক্ষক বলে পচে গেছি?’

বক্তব্যের মধ্যেই তারা ‘বেতন বৈষম্যের শিকার, আর হব না আর হব না’, ‘১০ম গ্রেড ছাড়া আর, কিচ্ছু চাইনা কিচ্ছু চাইনা’, ‘দফা এক দাবি এক, ১০ম গ্রেড ১০ম গ্রেড’ সহ নানা ধরনের স্লোগান দেন।

সহকারী শিক্ষক অদিতী বলেন, ‘আমরা এখানে বেশিরভাগই স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষক। আমরা চাই এ পেশায় এসে সর্বোচ্চ দিতে। কিন্তু আমরাই যদি ৩য় শ্রেণীর কর্মচারি হিসেবে মানবেতর জীবনযাপন করি তাহলে আমরা কিভাবে আমাদের শতভাগ দিতে পারবো? আমরা চাই শিক্ষকতায় থেকে ছাত্র-ছাত্রীদের ভালোভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে। তাই আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চট্টগ্রামে সহকারী শিক্ষকদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ