বিশ্ব নদী দিবসে সরাইলে ‘তরী’র মানববন্ধন

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
নদী বাঁচাও, দেশ বাঁচাও, বিশ্ব নদী দিবসের অঙ্গিকার রুখে দাও দূষণকারী আর দখলদার এমন সব স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৪’ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
রবিবার (২২ সেপ্টেম্বর)  বিশ্ব নদী দিবস  উপলক্ষে তরী’র সদস্য ও স্থানীয় নদী প্রেমীরা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের হাসপাতাল মোড়ে র‌্যালি শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মাহবুব খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সদস্য সচিব মো: শাহগীর মৃধা, সদস্য আবুল কাশেম তালুকদার, নাজমা বেগম, মো: শাকিল আহমেদ, মো: আনিছুর রহমান, মো: শাহিন শাহ, সমাজকর্মী মো: রওশন আলী, মো: আব্বাস উদ্দিন, মো: মামুন ফয়জুল কবির, সজল মিয়া,  অনিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নদী ও খাল দখল দূষণে বেহাল গোটা সরাইল উপজেলা। বিশেষ করে বিল গজারিয়া ও অরুয়াইল পাকশিমুল এলাকায় চেতরা, তিতাস নদী দখল করে গিলে রেখেছে একটি চক্র। তারা নদী দখল ঠেকাতে ইউএনও এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা করেছেন। দখল আর দূষণের কারণে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। ফলে খরা ঝড় তুফান সাইক্লোন ও বন্যার মত ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ হানা দিচ্ছে। গ্রামীণ খাল দখলের ফলে পানি নিস্কাশন বন্ধ হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে বাড়ি ঘরে পানি প্রবেশ করছে। মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠছে। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দূর্যোগমুক্ত, স্বস্থির জীবন নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের সুখ শান্তির বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নদী খাল দখল প্রতিরোধ ছাড়া কোন উপায় নেই।
তারা আহবান জানান , সকলে মিলে নদী খাল দখল দুষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার জন্য ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দীপক কুমার দেবনাথ * বিশ্ব নদী দিবস * সরাইল ব্রাহ্মণবাড়িয়া
সর্বশেষ সংবাদ