খাগড়াছড়ি ও দীঘিনালায় হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে আদিবাসী ছাত্র সংঘের বিক্ষোভ সমাবেশ 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (বশেমুরবিপ্রবি) খাগড়াছড়ি ও দীঘিনালায় সেটেলার বাঙালি কর্তৃক পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা, হত্যাসহ ঘরবাড়ি – দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ  স্থান প্রদক্ষিণ করে। মিছিলে আদিবাসী শিক্ষার্থীরা ‘ আমার পাহাড় জ্বলছে কেনো প্রশাসনের জবাব চাই, খাগড়াছড়ি-দীঘিনালায় হামলা কেনো প্রশাসনের জবাব চাই, ’ ইত্যাদি স্লোগান দেন।
এসময়ে উপস্থিত আদিবাসী শিক্ষার্থীরা বলেন, ‘আদিবাসীরা আলাদা রাষ্ট্র চাই না আমরা আমাদের অধিকার চাই। পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা নতুন নয়। আমরা পাহাড়িরা বারবার বলে এসেছি পাহাড়ের সমস্যাকে জিইয়ে রাখার কারণেই পার্বত্য চট্টগ্রামের জুম্মদের ওপর এ ধরনের হামলা বারংবার সংঘটিত হচ্ছে। আমরা চাই খাগড়াছড়ির দীঘিনালাসহ রাঙ্গামাটি এবং পুরো পাহাড়ে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।’
উল্লেখ্য যে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয় এতে তিনজন নিহত সহ আহত হয়েছেন অন্তত ১৭ জন এতে আহতদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * খাগড়াছড়ি * দীঘিনালায় হামলার প্রতিবাদ * বশেমুরবিপ্রবিতে আদিবাসী ছাত্র সংঘ
সর্বশেষ সংবাদ