শিরোনাম
ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «    ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা আওয়ামী লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে বিএনপি নেতা ইব্রাহিম   » «   

বাকেরগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বরিশাল  প্রতিনিধি:
 বাকেরগঞ্জে অপপ্রচারের বিরূদ্ধে বিএনপি  নেতা সংবাদ  সম্মেলন করেছেন। ২০/৯/২০২৪ ইং  শুক্রবার  বিকেল ৪ টায় বাকেরগঞ্জ প্রেসক্লাবে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নলুয়া  ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা। এসময় তিনি জানান, একটি কুচক্রী মহল আমার বিরূদ্ধে দীর্ঘদিন যাবত অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় তারা আমার বিরূদ্ধে বিভিন্ন ফেইসবুক আইডি দিয়ে  ২০২৩ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের একটি ভিডিও ও ছবি প্রচার করছে। মূলত : আমি একজন মাদ্রাসা শিক্ষক।  উক্ত নির্বাচনের সময় নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিরন জোর পূর্বক বিভিন্ন রকম হুমকি দিয়ে নির্বাচনের ভোট চাওয়ার একটি  ভিডিও ধারণ করে। সাম্প্রতিক সময়ে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা পারিবারিক ভাবে বিএনপির পরিবারের সাথে যুক্ত। আমার দুই ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি নিজেও ১৯৮৭ সাল থেকে ছাত্রদল, যুবদল ও পরবর্তীতে ২০০৮ সালে নলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই।
  ২০১৪ সালে ৫ ই জানুয়ারি গনতন্ত্র হত্যা দিবসে বরিশালের রাজপথ থেকে গ্রেফতার হয়ে ১মাস ৬ দিন জেল খাটি।এর পরে আরও ৩ টি রাজনৈতিক মামলার শিকার হই।
সংবাদ সম্মেলন এছাড়া আরও উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ফোরকান চৌধুরী, সদস্য সচিব মাইনুল ইসলাম মনির, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম খান,যুগ্ম আহবায়ক শওকত শিকদার, রাজিব ভূইয়া,আল আমিন হাওলাদার, সদস্য গোলাম রহমান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বাকেরগঞ্জে অপপ্রচার * বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সাম্প্রতিক সংবাদ