ডায়াবেটিক সমিতি ও বার্ডের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা প্রদান

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণসহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত শুক্রবার উপজেলার চান্দলা এলাকায় এসব সহায়তা দেওয়া হয়।
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ডা: আব্দুল বাকী আনিস ফাউন্ডেশন ও ভিক্টোরিয়া-৮৫ বন্ধু ফোরামের সহযোগিতায় গত শুক্রবার উপজেলার চান্দলা এলাকায় ২৫০টি পরিবারকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র উদ্যোগে এসব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
এতে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির ইসি সদস্য ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া।
এছাড়া, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য এডভোকেট সেলিম, সমাজকর্মীদের মধ্যে কবির আহমেদ, আকরামুর ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম সুমন, বিল্লাল হোসেন, সালেহ আহমেদ সেন্টু, আসাদ, পারভেজ, আবছার উদ্দিন, আজমল, নিশা, নাদিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. আব্দুল বাকী আনিস ও ভিক্টোরিয়া-৮৫ নিউ হোস্টেলের বন্ধুগণসহ যারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁদের সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া।
অনুষ্ঠানে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থিক সহযোগিতা করার জন্য বরুড়া রেহানা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। এসময় তারা স্বেচ্ছাসেবীদের মধ্যে নারগিছ আক্তার ও শাহিন আলম অন্যান্যদের প্রতি ভালোবাস প্রকাশ করেন।
অপরদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র উদ্যোগে পরিচালিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রধান করেন ডা. সাজ্জাত হোসেন লিখন ও ডা. ফাহিম। এতে বার্ডের পক্ষ বক্তব্য রাখেন যুগ্মপরিচালক কাজী সোনিয়া রহমান, উপপরিচালক সাইফুন নাহার ও ফরিদা ইয়াসমিন। এছাড়া, বার্ডের পক্ষ থেকে ৫০টি বানভাসি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
ক্যাপশন:- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণসহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত শুক্রবার উপজেলার চান্দলা এলাকায় এসব সহায়তা দেওয়া হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আনিস ফাউন্ডেশন * ডা: আব্দুল বাকী * ডায়াবেটিক সমিতি * বার্ডের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা প্রদান * ভিক্টোরিয়া-৮৫ বন্ধু ফোরাম
সর্বশেষ সংবাদ