কাপ্তাই জাতীয় উদ্যানে ১টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে  ১টি  অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ৬ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৭ কেজী।
শনিবার ( ২১ সেপ্টেম্বর)  সকালে  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা  এএসএম ম‌হি উ‌দ্দিন চৌধুরী এবং রাম পাহাড় বিট কর্মকর্তা  মাসুদ রায়হান ও বন বিভাগের সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন।
এর আগে গত শুক্রবার ( ২০ সেপ্টেম্বর)   রাত  সাড়ে ১০ টায়  কাপ্তাই উপ‌জেলার কেপিএম   এলাকা হ‌তে  মো: ইমরান হোসেন ইমন, মাকসুদুর রহমান, মো: আনোয়ারুল ইসলাম আকাশ সহ  Wildlife and snake rescue team in Bangladesh (WSRTBD) সদস্যদের সহায়তায় সাপটিকে  উদ্ধার করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * Wildlife and snake rescue team in Bangladesh * WSRTBD * অজগর সাপ * কাপ্তাই জাতীয় উদ্যান * রাঙামাটি
সর্বশেষ সংবাদ