ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় প্রাণ গেল যুবকের
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের চাকার নিচে পড়ে ফয়সাল আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে পৌরশহরের রেলগেট এর পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহ ত ফয়সাল ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকার বেলাল হোসেনের ছেলে। এঘটনায় নাজমুল হোসেন নামে আরেকজন যুবক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দুইজন যুবক মোটরসাইকেল নিয়ে পৌর শহরের পূর্ব চৌরাস্তা থেকে পশ্চিম চৌরাস্তায় আসার পথে মোটর সাইকেলের চাকা পিছলে রাস্তার উপর পড়ে যায় ওই দুই যুবক।
সে সময় একই দিক থেকে আসা ধান বোঝাই একটি মাহেন্দ্র ট্রাক্টরের চাকার নিচে পড়ে যান তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কে মৃত ঘোষণা করেন। আহত হন নাজমুল নামের আরেকজন যুবক। নাজমুল একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম।