দিনাজপুরে অঞ্চলের আওতাধীন উপজেলা স্কাউটস কমিশনার ও সম্পাদকগনের সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত

 

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আওতাধীন উপজেলা স্কাউটস কমিশনার ও সম্পাদকগনের সাংগঠনিক ওয়ার্কশপ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

 

২০সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী  দশমাইল, আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এই  সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সকালে ওয়ার্কশপের উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ স্কাউটার প্রফেসর একেএম আল আব্দুল্লাহ। দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক যুগ্ম সম্পাদক মোঃ সাফিউল ইসলাম ও দেবীগঞ্জ জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। সহকারী পরিচালক মোঃ সৈকত হোসেন ও সুধীর চন্দ্র বর্মন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

উদ্বোধনের পর জেলা ও উপজেলাসমূহের স্কাউট কমিটি হালনাগাদকরণ, নিয়মিত নির্বাহী কমিটির সভা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন, স্কাউট কমিটিতে সনদধারী পদে সনদ গ্রহণ, স্কাউটিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় থেকে পরিপত্র অনুসরণ ইত্যাদি বিষয়ে আলোচনা ও সুপারিশ গ্রহণ করা হয়।

ঐদিন বিকেলে ওয়ার্কশপের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক। ওয়ার্কশপটিতে রংপুর বিভাগের জেলা ও উপজেলাসমূহ থেকে ১০৫  জন সম্পাদক, কমিশনার ও স্কাউটার অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দিনাজপুরে অঞ্চলের আওতাধীন উপজেলা স্কাউটস কমিশনার * সম্পাদকগনের সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ