নোয়াখালীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বসত বাড়ি থেকে মাদক বিক্রির নগদ টাকাসহ ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ৩ আসামির মধ্যে একাধিক ছদ্মনাম ব্যবহারকারী নুর হোসেন (৪৯)(প্রকাশ মনির হোসেন প্রকাশ মনু ভুঁইয়া) চাটখিল থানার ৮ নং নোয়াখোলা ইউনিয়নের নোয়াখোলা গ্রামের ওয়ালী ভুঁইয়া বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। ২ নং আসামী মো. বাবুল (৪৫) একই এলাকার আন্তিয়ার বাড়ির মৃত মফিজুল হকের ছেলে। এবং ৩ নং আসামি মো. হারুন (৪৯) একই এলাকার ইয়াসিন হাজি বাড়ির মো. মহসিন মিয়ার ছেলে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে চাটখিলের নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিদের বাড়ি ঘেরাও করি। এ সময় একাধিক নাম ব্যবহারকারী নূর হোসেনের (৪৯) বসত ঘরে তল্লাশি চালিয়ে স্টিলের শোকেইস ও খাটের নিচে রক্ষিত মাদক ১ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ১০বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পাশাপাশি গাঁজা রাখার একই পলিথিনে মোড়ানো অবস্থায় ১,৭২,৫৬০ টাকা নগদ উদ্ধার করা হয়। এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আব্দুল হামিদ আরও জানান, মাদকের আগ্রাসন রুখে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে। তাদেরকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।