বীরগঞ্জে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা 

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা করা হয়েছে।
১৯ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার  সকালে জেসি বান্ধব গ্রীন স্কুল কমিটির বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপির সহযোগিতায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয়কে (জেসি) বান্ধব গ্রীন স্কুল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন  বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম,ইউপি সদস্য শরিফুল ইসলাম,  ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার ডরিস হাসদা, সতীশ চন্দ্র রায় প্রমুখ।
পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে  কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয়কে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা করেন।
এ সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে অগ্নির্বাপন ও ভূমিকম্প সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জেসি বান্ধব গ্রীন স্কুল হলো এমন একটি স্কুল যা শক্তি পরিবেশগত সম্পদ এবং অর্থ সঞ্চয় করার সময় পরিস্কার স্বাস্থ্যকর প্রতিরক্ষামুলক সবুজ পরিবেশ তৈরী করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বীরগঞ্জে লিঙ্গ সমতা * সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা
সর্বশেষ সংবাদ