ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী রিমিসহ ৬১ জনের নামে মামলা

কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি সহ ৬১ জন নেতাকর্মীর বিরুদ্ধে গাজীপুরে কাপাসিয়ায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে উপজেলার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব ও তরগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুনাইদ হোসেন লিয়ন বাদী হয়ে বিস্ফোরক আইনে থানায় এ মামলা দায়ের করেন।

জানা যায়, মামলায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলার পরিষদের সাবেক  চেয়ারম্যান আমানত হোসেন খানসহ ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও  ১০০থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে বলা হয়,গত ৪ আগষ্ট সকাল ১০.৩০ টার দিকে সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নির্দেশে কয়েকশ’ আসামিরা উপজেলার ফকির মজনুশাহ সেতু এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা চালায় এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এসএম মাসুদ * কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি * সিমিন হোসেন রিমি
সর্বশেষ সংবাদ