দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, প্রেসক্লাবের নিন্দা, থানায় জিডি!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে দৈনিক নয়াদিগন্ত প্রতিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকির সদস্য প্রকৌশলী মো. কামাল হোসেন’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (ফেক আইডি) দিয়ে অপপ্রচার করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা । পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব দুমকির সভাকক্ষে জনকণ্ঠের প্রতিনিধি মো.শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সদস্যরা কামাল হোসেনের  বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ষড়যন্ত্রমূলক ফেসবুক পোস্টের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তীতে প্রেসক্লাবের সিদ্ধান্তনুযায়ী থানায় ফেক আইডির বিরুদ্ধে জিডি করা হয়। দুমকি থানা জিডি নং ৭১৮।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন,  জিডির কপি পেয়েছি অতি শীগ্রই আমরা অপরাধীকে খুঁজে বের করব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * থানায় জিডি! * দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার * প্রেসক্লাবের নিন্দা
সর্বশেষ সংবাদ