শ্রীবরদীতে ওসির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে ছাত্র সমাজের মৌন্য মিছিল

শ্রীবরদী, শেরপুর প্রতিনিধি:
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিক এর বিরুদ্ধে ছাত্র জনতার মৌন্য মিছিল অনুষ্টিত। শেরপুরের শ্রীবরদী থানার বর্তমান অফিসার ইনচার্জ কাইউম খান সিদ্দিকি এর বিরুদ্ধে চাদাবাজি, দুর্নীতি, হয়রানী, ও অপকর্মের বিরুদ্ধে উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে প্রতিবাদ ও মৌন মিছিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) দুপুর ১২টায় শ্রীবরদি সরকারি কলেজ থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে মৌন্য মিছিল সমাপ্তি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রদের পক্ষে রাকিব বলেন এই ওসি দীর্ঘ দিন ধরে অপকর্মে লিপ্ত ছিলেন। কেউ ভয়ে মুখ খুলেনি কিন্তু ছাত্র সমাজ তাকে ছার দিবে না।
শাকিল বলেন ওসির অপকর্মের ভিডিও প্রকাশ হওয়ায় ছাত্রদের নজরে আসে তারই প্রতিবাদে ছাত্র সমাজ দফায় দফায় কর্মসূচি গ্রহণ করেছে।
শ্রীবরদী কলেজের শিক্ষার্থী ইসমাইল, আকাশ বলেন ইতিপূর্বেও এই ওসির এমন অপকর্মের নজির রয়েছে। এমন দূর্নীতিবাজ ওসি আমরা আমাদের শেরপুর জেলায় আর দেখতে চাই না যদি এমন কেউ আসে তাহলে আমরা ছাত্র সমাজ তার দাঁতভাঙা জবাব দেবো।
ভুক্তভোগী আব্বাস উদ্দিন বলেন আমি নিরিহ মানুষ, শ্রীবরদী থানার ওসি কাইউম খান সিদ্দিকিআমাকে ৫ মিনিট এর কথা বলে পিকআপ ভ্যানে তুলে পাহাড়ের ভিতরে নির্জন জায়গায় নিয়ে যায় ও আমার কাছে দুই লক্ষ টাকা দাবী করেন, আমি ভয়ে ৫০ হাজার টাকা দেই, নইতো আমাকে হত্যা মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি প্রদান করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ছাত্র সমাজের মৌন্য মিছিল
সর্বশেষ সংবাদ