রাঙ্গামাটি রাজস্থলীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে কমিউনিটি হেলথ বিষয়ক আ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়

রাঙ্গামাটি রাজস্থলীতে  বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে১০ টায়  রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে কমিউনিটি হেলথ বিষয়ক আ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এই আ্যাডভোকেসী সভার আয়োজনে ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, হেডম্যান উথিনসিন মারমা রেড ক্রিসেন্টের কর্মী আবদুল মোবারক প্রমুখ।
সভায় বক্তারা বলেন,স্বাস্থ্য, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, ইউনিয়নে সমিতি গঠন করে ক্ষুদ্র ঋনের আওতায় এনে স্বাভলম্বি করার  বিষয়ে আলোচনা করা হয়। আরও উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন মৌজার হেডম্যানরা অংশ নেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রাঙ্গামাটি
সর্বশেষ সংবাদ