বিএ পাশ শিক্ষক যখন অফিস সহায়ক!

নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া থানাধীন শিয়রবর আজিজ আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে মোঃ মহিদুর রহমান ২০১২ সাল থেকে সুনামের সহিত প্রায় বিনা বেতনে শিক্ষকতা করছেন। সম্প্রতি বিদ্যালয়টি এমপিও ভুক্ত হলেও নিবন্ধনকৃত না হওয়ায় এমপিও শিক্ষকদের তালিকায় নাম আসেনি এই মেধাবী শিক্ষকের। বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আশরাফ আলীর বদান্যতায় কর্তৃপক্ষ এমপিও না হওয়ার কারণে বিদায় না দিয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেয় যেটির জন্য অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় বলে জানান এই বিএ পাস শিক্ষক। কিন্তু এই শিক্ষকের ঝুলিতে রয়েছে বিএ পাস ছাড়াও বিপিএড ডিগ্রি, সাইক্লোজি, আইসিটির মত ট্রেনিং যেসকল যোগ্যতা সফলভাবে শিক্ষকতা করার সহায়ক।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন আফসোস করে বলেন, অতি সুন্দর কৌশলে শিক্ষার্থীদের পাঠদান করে জনপ্রিয়তা পাওয়া একজন সুন্দর শিক্ষককে শুধু নিবন্ধনের মতো একটি ইস্যুর কারণে শিক্ষক হিসাবে আমরা নিয়োগ দিতে পারলাম না। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুরাইয়া এই মেধাবী শিক্ষকের সম্পর্কে বলেন স্যার আমাদের সহজ এবং সুন্দরভাবে পড়া বুঝিয়ে দেন। নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে এই শিক্ষক বলেন অসুস্থতার কারণে ১৫ তম নিবন্ধন পরীক্ষায় দিতে পারিনি পরবর্তীতে বয়স না থাকায় আর নিবন্ধন পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারিনি। সংশ্লিষ্ট মহলের দাবি শুধু মাত্র নিবন্ধন ইস্যুর কারণে আমরা অনেক মেধাবীকে শিক্ষকতা পেশায় পাচ্ছিনা তাই এই নিবন্ধন ব্যবস্থা বাতিল করে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নিয়োগ ব্যবস্থা চালু করা অতি জরুরী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিএ পাশ শিক্ষক যখন অফিস সহায়ক!
সর্বশেষ সংবাদ