সদরপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

 সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা  প্রশাসনের  আয়োজনে কৃষি কর্মকর্তা  নীটুল রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে  প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী  অফিসার আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমী) রুবানা তাঞ্জিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সাল, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, পল্লী উন্নয়ম কর্মকর্তা সমীর বৈদ্য, আবাসিক প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আখতার হোসেন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ৷ আসন্ন দুর্গাপূজা উদযাপন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বি,এন,পি,র আহবায়ক কাজী বদরুজ্জামান বদু,জাকের পার্টির সভাপতি আবদুর রাজ্জাক, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শফিকুল  ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আঃ আওউয়াল, জামায়াত ইসলামের আমীর দেলোয়ার হাওলাদার সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এবছর সদরপুর উপজেলায় মোট ২০ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া  উৎসব দুর্গাপূজা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, সনাতন ধর্মালম্বীরা যাতে করে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেজন্য প্রতিটি মন্ডপে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, আনসার, ও স্বেচ্ছাসেবীরা কঠোর নিরাপত্তা দায়ীত্বে নিয়োজীত থাকবেন। এজন্যে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সদরপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ