দিনাজপুর সদর পিআইওর বিরুদ্ধে দুদকে দূর্নীতির অভিযোগ দায়ের হলেও তদন্ত করেনি দুদক

রংপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসীম উদ্দীনের বিরুদ্ধে করা দুদকে অভিযোগ তদন্ত করেনি দুদক।
বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জানান, ২০২২-২৩ অর্থ বছরে জন্য গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে সরকারের বরাদ্দকৃত ২১ টন ১০০ কেজি মেট্রিকটন গম যার আনুমানিক মূল্য ৭ লক্ষ্য ৩৮ হাজার টাকা দিনাজপুর সদরের ৯ নং আস্করপুর ইউনিয়নের পূর্ব ডাঙ্গা পাড়া হতে খানপুর সীমান্ত এলাকা পর্যন্ত জলদাড়া সংস্কার করার কথা থাকলেও তৎকালীন আস্করপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়ার মাধ্যমে কাগজ কলমে ৫ সদস্যের কমিটি করে (পি.আই.ও.) সহ সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছেন ।
তিনি বলেন, আমি আমার গ্রামবাসীকে সাথে নিয়ে ইতোমধ্যে ১১৬ জনের গণসাক্ষর নিয়ে আমি মন্ত্রণালয় দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
তথ্যসুত্র বলছে, পিআইও জসীম উদ্দীন সাবেক দূর্নীতিবাজ হুইপ ইকবালুর রহিমের পাঁচটা গোলাম ছিলেন, হুইপকে দিয়ে ব্যাপক দূর্নীতি করে কোটিপতির খাতায় নাম লিখিয়েছেন জসীম।
আরও অনেকেই অভিযোগ করে বলেন, সরকারের যত প্রকল্প লুটপাট করেছে সব গুলো তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেন। এবিষয়ে পিআইও বলেন, তিনি কোন দূর্নীতি করেননি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * তদন্ত করেনি দুদক * দিনাজপুর সদর পিআইওর বিরুদ্ধে দুদকে দূর্নীতি
সর্বশেষ সংবাদ