নড়াইলে যোগদানের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ: নবাগত ডিসি শারমিন আক্তার জাহান

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের জেলা প্রশাসক হিসাবে যোগদান করতে পেয়ে আমি কৃতজ্ঞ বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জেলা প্রশাসক নড়াইল (ডিসি নড়াইল) ফেসবুকে এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।

ফেসবুক স্টাটাসে তিনি লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জগৎ ভোলানো রং-তুলির প্রেরণা ও মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সংশপ্তক, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের গর্বিত জন্মভূমি এবং অবিরাম বয়ে চলা চিত্রা, মধুমতি, ভৈরব, নবগঙ্গা, আফরা, কালিগঙ্গার নিরন্তর স্রোতবিধৌত সেই নড়াইল জেলার জেলা
প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।

তিনি আরোও লিখেছেন, ন্যায়ানুবর্তিতা, বৈষম্যবিরোধী চেতনা, অকুণ্ঠ দেশপ্রেম ও আত্মমর্যাদায় বলীয়ান ভবিষ্যতের এক
নতুন বাংলাদেশের বুকে আপনাদের সবার প্রিয় নড়াইল জেলাকে একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে রূপায়ণের এ গুরুদায়িত্ব পালনে নড়াইল জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর ও কর্তৃপক্ষে কর্মরর্ত সকলের পাশাপাশি ধর্ম, লিঙ্গ, বয়স, আর্থসামাজিক অবস্থান ইত্যাদি যাবতীয় ভেদাভেদ নির্বিশেষে নড়াইলের সকল শ্রেণী-পেশার অংশীজন তথা সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা আমার একান্ত কাম্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নবাগত ডিসি শারমিন আক্তার জাহান
সর্বশেষ সংবাদ