চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাউছার উদ্দিন ইমন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থানা সূত্র নিশ্চিত করে বলা হয়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ আকমল আলী রোড হাতিয়া আবাসিক এলাকার ইসলাম ম্যানশনের নিচ তলায় এ ঘটনা ঘটে।
মৃত কাউছার উদ্দিন ইমনের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি চট্টগ্রামে প্রাণ কোম্পানির এসআর হিসাবে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। চট্টগ্রাম তিনি একা থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি আখতারুজ্জামান জানান, তিনি ঘটনাস্থলে ব্যাচেলর বাসায় থাকতেন। হয়তো পরিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।