শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ৩০ কেজি গাঁজাসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে গুইমারা পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৮)। তিনি জেলার দীঘিনালা উপজেলার বাঁচা মেরুং পশ্চিম পাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে।

গুইমারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আরিফ আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে রফিকুল ইসলাম নামে এক যুবকের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

তিনি জানান, থানার মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ৩০ কেজি গাঁজাসহ আটক ১
সাম্প্রতিক সংবাদ