শান্তিগঞ্জে মহানবী (সা:) এর জীবন ও কর্ম আলোচনা

 শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদন্নবী উপলক্ষে মহানবী (সা:)র জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা শায়েখ জামাল উদ্দিন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মনবেগ জামে মসজিদের ইমাম মাওলানা শাহনূর আলম, সদরপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়া উদ্দিন, জয়কলস জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, উজানীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান প্রমূখ।
 এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কর্ম আলোচনা * শান্তিগঞ্জে মহানবী
সর্বশেষ সংবাদ