পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

 

 

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার ও প্লেসের সম্মানিত সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম।
প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
আলোচনা অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য উল্লেখ করে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজ ১২ ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী, নবী করীম হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জন্মদিন।
আইয়ামে জাহেলিয়ার অন্ধকার যুগ থেকে তিনি (সাঃ) মানুষকে কল্যাণের পথে, শান্তির পথে এনেছিলেন। আর এই কাজটি করার জন্য তাঁকে (সাঃ) নিজ গোত্রের লোক দ্বারা অসহনীয় অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়। এক পর্যায়ে তিনি (সাঃ) মক্কা থেকে মদিনায় হিযরত করেন।শেরপুর জেলার উপজেলা পর্যায়েও আহালে সুন্নাতুল জামায়াত ও ইসলামি ছাত্র সেনার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী আই র‌্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ