শেরপুরে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে

 

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী শেরপুরে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় ১২ রবিউল আউয়াল দিনটি মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এরই অংশ হিসেবে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন দিবসটি উদযাপন করেছেন। নালিতাবাড়ীর কাকরকান্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে। মিছিল শেষে কাকরকান্দি মুক্ত মঞ্চে বিশেষ দুরূদ সালাম, মিলাদ-কিয়াম, ওয়াজ মাহফিল দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কাকরকান্দি আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি আতব উদ্দীন, সহ সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক জহিরুল হাসান সুজন, দরগাহ শরীফ কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,পীর ইসমাঈল হোসেন, ডাক্তার দেলোয়ার হোসেন, আবুল হোসেন মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সরকারী নাজমুল স্মৃতি কলেজ, তারাগঞ্জ ফাজিল মাদরাসা সহ সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র এই দিনটি শিক্ষার্থীদের অংশ গ্রহণে যথাযথ মর্যাদায় পালন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী
সর্বশেষ সংবাদ