কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে শোভাযাত্রা
জেলা প্রতিনিধি, কুমিল্লা:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.)। কুমিল্লা নগরীর কাটাবিলস্থ আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রিসার্চ সোসাইটির কুমিল্লাস্থ প্রধান কার্যালয়ে শিশু- কিশোরদের মধ্যে হামদ- নাত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, নবীজীর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা,ক্বাসিদা পরিবেশন এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী।