র্যাবের অভিযানে অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ আটক ১
জয়পুরহাট প্রতিনিধি:
নওগাঁ জেলার সদর থানাধীন পুরতান মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার বিস্ফোরক দ্রব্যসহ একজনকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট, আটককৃতের নাম- শ্রী রোপম কুমার (৩৫),
সোমবার (১৬ই সেপ্টেম্বর) র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিন এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫-সেপ্টেম্বর দিবাগত রাতে নওগাঁ জেলার সদর থানাধীন পুরতান মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে রোপম এর ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে এবং সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়। আটক রোপম প্রকাশ্যে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূর্বক ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রোপম ও সালাউদ্দিন এর গোডাউনে রক্ষিত ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেট, শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতঃ সালাউদ্দিন এর সাথে যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।