উপাচার্য নিয়োগের আগপর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

বেরোবি প্রতিনিধি:
উপাচার্য নিয়োগের আগপর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুই শতাধিক শিক্ষার্থী সমবেত হন। অবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে পরে তাঁরা রংপুরের প্রবেশমুখ মডার্ন মোড়ে এসে সড়ক অবরোধ করে পূর্বনির্ধারিত ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেন। দুবার আল্টিমেটাম দেওয়ার পরও ভিসি নিয়োগ না দেওয়ায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবির অন্যতম প্রতিনিধি সুমন বলেন, ভিসি নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছে। এরপরও দ্রুত উপাচার্য না দিলে আমরা ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাব। এরপরও যদি ভিসি না পাই, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে ‘মার্চ টু ঢাকা’।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান বলেন:
“দ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করা অতীব জরুরি। বাংলাদেশের জন্মের পর থেকেই রংপুর অঞ্চলের প্রতি যে বৈষম্য তা দূরীকরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই আজকের আমাদের এই কর্মসূচি।”
কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন:
“ভিসি না থাকলে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল থাকে না। অভিভাবকহীন অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের দাবির সাথে আমরা পুরোপুরি একমত।” এছাড়াও, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের প্রক্রিয়া অতিদ্রুত সম্পন্ন হবে বলেও তিনি আশ্বাস দেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উপাচার্য নিয়োগের আগপর্যন্ত রাজপথ
সর্বশেষ সংবাদ